এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
ফতুল্লা থানাধীন জামতলা এলাকায় টি.এমএসএস নামক একটি সমিতির গ্রাহক জয়া আহসান ও তার ভাসুর কে মারধর করেছে ঐ সমিতির কর্মকতারা। এ ঘটনা ঘটেছে গত ৩ অক্টোবর বিকেলে। এব্যাপারে জয় আহসান বাদী হয়ে সমিতির কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে। এ অভিযোগ সূত্রে জানাযায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন দেওভোগ পালপাড়া এলাকার নয়ণ হোসেনের স্ত্রী জয়া আহসান (২৫)। সে ফতুল্লা থানাধীন জামতলা এলাকার টি.এম.এস.এস সমিতির কাছ থেকে কিস্তিতে টি.ভি ক্রয় করেছে। এরপর সেই সমিতিতে টিভি‘র টাকা পরিশোধ করে ৫০ হাজার টাকা ঋণ চায়। সমিতির কর্মকর্তা ম্যানেজার মো. শরিফুল ইসলাম ও রুমা আক্তার জয়াকে কিস্তির ৫০ হাজার টাকা ঋণ দেয়ার কথা বলে নগদ ৩০০০ (তিন হাজার) টাকা নেয়। ৩ অক্টোবর ঋণ টাকা দেয়ার কথা বললে জয়া তাদের অফিসে যায়। পরে টাকা না দিয়ে তার সাথে ম্যানেজার শরিফ ও রুমা খারাপ ব্যবহার করে। এক পর্যায় তর্কবির্তক হয়। পরে জয়া ও তার ভাসুর হিমেল কে মারধর করে। অত;পর জয়া ও তার পরিবারকে জানিয়ে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করেছে।
