Breaking News
Home / আইন ও আদালত / ফতুল্লায় কালু নিখোঁজ থানায় জিডি !!

ফতুল্লায় কালু নিখোঁজ থানায় জিডি !!

এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
ফতুল্লার চর কাশিপুর ভোলাইল এলাকার মো.কামাল হোসেনের ছেলে মো.কালুমিয়া গত ৪এপ্রিল দুপুরে নিখোজ হয়েছে। তাকে বিভিন্ন সম্ভব্য জায়গায় খুজেঁ না পেয়ে হারিয়ে যাওয়া কালুর স্ত্রী বিথী আক্তার (২০) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত একটি জিডি দায়ের করেছে। জিডি নং- ১৫৯ ।
এ জিডি সূত্রে জানায়ায়, ফতুল্লার চরকাশীর ভোলাইল এলাকার ব্যবসায়ী মো. কামাল হোসেনের ছেলে মো. কালু মিয়া (২৫) প্রতিদিনের ন্যায় গত ৪ এপ্রিল দুপুরে বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে সে বাসায় আর ফিরে আসেনি। এমনকি তার ব্যহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাকে তার আত্মীয় স্বজনসহ বিভিন্ন সম্ভব্য স্থানে খোজাখুজি করে পাওয় যায়নি। এরপর গত ৬এপ্রিল ফতুল্লা মডেল থানায় হারিয়ে যাওয়া কালুর স্ত্রী একটি সাধারন ডায়েরী করেছে। পুলিশ বিভিন্ন থানায় এই হারানো জিডি‘র বার্তা পাঠিয়ে দেয়া হয়েছে।
এলাকার সচেতন মহলের ধারনা কালু নিজে হয়তো কারো ছলানায় পরে আত্মগোপন করে আছে।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …