Breaking News
Home / সারাদেশ / ঢাকা / নারায়নগঞ্জ / ফতুল্লার পাগলা চাকদা স্টীল রি-রোলিং মিলের চুল্লিতে বিস্ফোরন

ফতুল্লার পাগলা চাকদা স্টীল রি-রোলিং মিলের চুল্লিতে বিস্ফোরন

এ,আর,কুতুবে আলম, ফতুল্লা (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :
ফতুল্লাথানাধীন পাগলা চাকদা স্টীল রি-রোলিং মিলসে গত ২৪ অক্টোবর ভোরে চুল্লিতে বিস্ফোরন ঘটেছে। এঘটনায় ঐ প্রতিষ্ঠানের এক শ্রমিক নিহত হয়েছে ,আর ৪ শ্রমিক দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছে।
এলাকা সূত্রে জানায়ায়, ফতুল্লার পাগলার চাকদা স্টীল রি-রোলিং মিলস সেখানে শত শত শ্রমিক চাকুরী করে আসছে। গত ২৪ অক্টোবর ভোরে প্রতিষ্ঠানের চুল্লিতে বিস্ফোরন ঘটেছে। এতে ঘটনা স্থলেই বাবুল নামের এক শ্রমিক নিহত হয়েছে। এই বিস্ফোরনে ৪ শ্রমিক পুড়ে দগ্ধ হয়েছে। এরা হলো,জুয়েল (২৮),সুমন (২৫),
মঈনুল ইসলাম (২২), শাহাদাত হোসেন (২৮)। এদের মধ্যে জুয়েলে অবস্থা আশঙ্কাজনক । তারশরীরের বেশি অংশই পুড়েগেছে।
এই প্রকিষ্ঠানের ম্যানেজার নুরুল ইসলাম জানান,ভৈাওে চুল্লিতে কাজ করার সময় হঠাৎ উপর থেকে একটি ধাতব খন্ড পড়লে সেটি বিস্ফোরন হয়। এতে পাঁচ শ্রমিক বিস্ফোরিত হয় এবং তারা আহত হয়। একজন শ্রমিক বাবুল (৩০) নিহত হন।
ঘটনা স্থলেই পুলিশ গিয়ে পরিদর্শণ করেছেন। তবে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন, ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ হাজী শাহ মোহম্মদ মঞ্জুর কাদের।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …