Breaking News
Home / আইন ও আদালত / প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুল ছাত্রীকে পেটে ছুরি ঢুকিয়ে হত্যার চেষ্টা

প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় স্কুল ছাত্রীকে পেটে ছুরি ঢুকিয়ে হত্যার চেষ্টা

বিজয়ের ডাক ডেষ্ক ঃ
পটুয়াখালীর কলাপাড়ায় ধুলাসর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তুলি আক্তার(১৪) প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় পেটে ছুরি ঢুকিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। আজ শনিবার সকাল সাড়ে নয়টায় সময় বিদ্যালয়ে যাওয়ার পথে ওই শিক্ষার্থীকে স্থানীয় বখাটে মাদকসেবী নাইম (১৮) ছুরিকাঘাত করে। শিক্ষকসহ স্থানীয়রা তুলিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় ঘাতক নাইমকে স্থানীয় জনতা আটক করে মহিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। কলাপাড়া হাসপাতালের আবাসিক অফিসার জেএইচ খান লেনিন জানান, ছুরিটি পেটের মধ্যে গভীরে বিদ্ধ রয়েছে। ধারনা করা হচ্ছে ৫/৬ ইঞ্চি গভীর ক্ষত হতে পারে।নাড়িভুরিতে গুরুতর ক্ষত রয়েছে।স্থানীয় প্রতক্ষ্যদর্শী ও আহতের স্বজনদের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তুলিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল স্থানীয় বখাটে ধুলাসর এলাকার শ্রমজীবি সোলায়মানের পুত্র নাইম।গেল বছর এসএসসি পরীক্ষায় ফেল করে মাদকাসক্ত হয়ে পড়ে।বখাটেপনা করে বেড়াচ্ছিল প্রতিদিনের ন্যায় আজ শনিবার বিদ্যালয়ের যাওয়ার পথে বখাটে নাইম তুলির পথ আটকে প্রেমের প্রস্তাব দেয়। এতে সে রাজী না হলে তাকে ছুরিকাঘাত করে।ধুলাসর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম জানান,নাইমের বখাটেপনা ও উক্তাত্ত করা নিয়ে বেশ কয়েকবার শালিস বৈঠক হয়েছে।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, বখাটে নাইম আটক রয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …