আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা গত ২২ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিপন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আরিফ হোসেন, থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সী, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মাহমুদুজ্জামান বাদশা, সাবেক সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন দুলু, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, উপজেলা কৃষি অফিসার আজিজুল হক, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাতাব উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্যাহেস শাফি, আর্দশ কলেজের অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা, পুজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশিল চন্দ্র সরকার,মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল,পবনাপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম প্রমুখ। সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।