Breaking News
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধা / পলাশবাড়ীতে মহিলা লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

পলাশবাড়ীতে মহিলা লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত

আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামী মহিলালীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে একটি বিশাল শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা আওয়ামী মহিলালীগের অস্থায়ী দলীয় কার্যালয়ের সামন হতে একটি বিশাল শোক র‌্যালীটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। মহিলালীগের উপজেলা শাখার সাবেক সভাপতি ও আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শ্যামলী আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কিশোরগাড়ী ইউপি’র সভাপতি পিয়ারী বেগম, হোসেনপুর ইউপি’র সভাপতি মাকসুদা বেগম, সদর ইউপি’র সভাপতি মেঘলা শিরিন, মহদীপুর ইউপি’র সভাপতি শাহিনুর বেগম, বেতকাপা ইউপি’র সভাপতি আসমা বেগম, পবনাপুর ইউপি’র সভাপতি ইসমত আরা বেগম, মনোহরপুর ইউপি’র সভাপতি জাহানারা বেগম ও হরিনাথপুর ইউপি’র সভাপতি মুন্নী বেগম প্রমুখ। এসময় আওয়ামী মহিলালীগের উপজেলা শাখাসহ বিভিন্ন ইউনিয়নের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে এক বিশেষ দো’আ অনুষ্ঠিত হয়।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …