Breaking News
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধা / পলাশবাড়ীতে দৈনিক আলোকিত সকাল পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পলাশবাড়ীতে দৈনিক আলোকিত সকাল পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আল কাদরী কিবরীয়া সবুজ (গাইবান্ধা) সংবাদদাতা :
গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পলাশবাড়ী প্রেসক্লাবে পালিত হয়। কর্মসূচীর মাঝে ছিল কেককাটা, আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান। প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সাংসদ আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন। আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব সহ-সভাপতি সাইদুর রহমান মাস্টার, সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম, খবরবাড়ি পত্রিকার সম্পাদক মুশফিকুর রহমান মিলটন, সাপ্তাহিক পলাশবাড়ী পত্রিকার সম্পাদক উত্তম কর্মকার, প্রেসক্লাব সহসাধারন সম্পাদক শাহরিয়ার কবির আকন্দ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার। বক্তারা দৈনিক আলোকিত সকাল পত্রিকার উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করে আগামীতে আরো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে দেশ ও জাতির উন্নয়নের অগ্রনী ভূমিকা পালন করুক এ আহবান জানান। শেষে পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি আল কাদরী কিবরিয়া সবুজ অতিথিদের নিয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কাটেন। এ সময় পলাশবাড়ী উপজেলা ও গাইবান্ধা জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …