Breaking News
Home / জাতীয় / পটুয়াখালী জেলায় ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি

পটুয়াখালী জেলায় ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি

জসিম উদ্দিন আহম্মেদ, স্টাফ রিপোর্টার
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড় বুলবুলে’র তান্ডবে রবিবার প্রবল বর্ষন ও ঝড়ো হাওয়ায় পটুয়াখালী জেলায় দুই জনের মৃত্যু ও ২ লক্ষ ১ হাজার ৩ শত গাছ বিধস্ত এবং বৃষ্টি ও জোয়ারের পানির কারনে জেলার সর্বত্র ৪৩ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ ছিল বন্ধ।
পটুয়াখালী জেলা কন্ট্রোল রুম সূত্রে জানাগেছে, ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে জেলায় ২ হাজার ৮ শত ১০টি ঘরবাড়ি বিধস্ত হয়েছে। এর মধ্যে সম্পূর্ন ক্ষতি হয়েছে ৩ শত ৯৮টি এবং আংশিক ক্ষতি হয়েছে ২ হাজার ৪ শত ১২ টি। ফসলের ক্ষতি হয়েছে ৫৫ হাজার ১ শত ৬৫ হেক্টর রোপা আমন ক্ষেতের আংশিক, খেশারী ডালের ক্ষতি ১ হাজার ৮ শত হেক্টর ও শাকশব্জির ক্ষতি ১ শত ৮০ হেক্টর। ১২ জন জেলেসহ একটি মাছধরা ট্রলার নিখোঁজ এবং দুই লক্ষাধিক গাছ বিধস্ত হয়েছে বলে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের দায়িত্ব প্রাপ্ত এনডিসি মো. মাহবুবুল ইসলাম জানান, এ ছাড়াও ২০টি গবাদি পশু, ১ হাজার ৪ শত ২৮টি হাঁসমুরগী মারাগেছে এবং একাধিক মাছের ঘের পানিতে তলিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে বলে স্থানীয়রা জানায়।
এদিকে প্রবল বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে
জেলা শহরের লতিফ স্কুল সড়ক, মুসলিমপাড়া সড়কসহ এলাকা, সরকারি মহিলা কলেজ সড়ক, সরকারি জুবিলী স্কুল সড়ক, জেলা কালেক্টরেট এন্ড কলেজ সড়ক, পুরাতন বাজার এলাকা, শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়সহ অধিকাংশ নিম্নাঞ্চল বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে অনেক ক্ষতি হয়েছে, লাউকাঠি শহিদ স্মৃতি বিদ্যানিকেতন এর ২টি শ্রেণীর কক্ষের উপরের ক্ষতি সাধন, ফায়ার সার্ভিস এলাকায় একটি বসত ঘরের উপর গাছ উপড়ে পড়ে অনেক ক্ষতি হয়েছে।
পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্ত জানান, রোপা আমন ক্ষেত পানিতে ডুবে ক্ষতি হতে পারে। এ বছর জেলায় দুই লক্ষ দুই হাজার ৩০ হেক্টর জমিতে আমন, খেশারী ও শাকশব্জির চাষাবাদ হয়েছে।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী মনোহর কুমার বিশ্বাস জানান, জেলায় ঘূর্ণিঝড়ের তান্ডবে গাছ পড়ায় শতাধিক বিদ্যুতের খুটি ভেঙ্গে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এ সব খুটি মেরামত ও নতুন করে খুটি স্থাপন ৮০০ লোক মাঠে রাতদিন কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে কলাপাড়া, বাউফল, দুমকি, মির্জাগঞ্জ ও গলাচিপা উপজেলা শহরে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। লোকালয় গ্রামসমূহও দ্রুত সময় বিদ্যুৎ সরবরাহ করা হবে।
জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, ঘূর্নিঝড় বুলবুলের ক্ষতিগ্রস্থদের পুর্নবাসনের জন্য সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে।

Check Also

রাজধানীতে শিশু সায়মা হত্যাকাণ্ডে মিলেছে ধর্ষণের আলামত

রাজধানীর ওয়ারী বনগ্রামে নির্যাতনের পর হত্যার শিকার শিশু সামিয়া আফরিন সায়মার (৭) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। …