Breaking News
Home / আইন ও আদালত / দশমিনায় তেতুলিয়া নদীতে নৌ পুলিশের যৌথ অভিযান

দশমিনায় তেতুলিয়া নদীতে নৌ পুলিশের যৌথ অভিযান

মোঃ আরিফুর রহমান ঝন্টু, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
সারাদেশে ৬ এপ্রিল শনিবার উপকূলীয় সকল প্রকার মাছ ধরা নিষেধাজ্ঞা থাকলেও অনিয়ম করে জাল পেতে মাছ ধরছে জেলেরা । সে সুত্রের আলোকে গত কাল শনিবার সকাল ১০.ঘটিকার সময় তেতুলিয়া নদীতে অভিযান চালায় নৌ পুলিশ, চরহাদি,দলারচর নদী থেকে প্রায় ২৫. লাখ মিটার অবহিত কারেন্ট, বেহুদা, ও মোসরি জাল জব্দ করে দশমিনা ও বাংলাদেশ নৌ পুলিশ, এসময় হাজীর হাট নৌ পুলিশ ফাড়ী ইন চার্জ মোঃ এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে নৌ পুলিশ টহল দল উপজেলার তেতুঁলিয়া ও বুড়াগৌরাঙ্গ নদী থেকে অবৈধ প্রায় ২৫ লাখ মিটার কারেন্ট বেহুদা মোসরি জাল জব্দ করে। এবং সকালে এলাকাবাসীর সামনে হাজীর হাট নদী তীরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে ভস্মিভুত করা হয়। এসময় উপস্থিথি ছিলেন দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রভ্রা দাস, শ্রভ্রা দাসের নির্দেশে ৫ মন সকল প্রজাতের মাছ গড়ীর ও এতিমদের মধ্যে বিলিয়ে দেন,এ সময় আরো উপস্থিত ছিলেন দশমিনা থানা ইনচার্জ জালাল উদ্দিন, অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোঃ নুরুল হক হাওলাদার এবং বিভিন্ন শ্রেনী পেষার মানুষ, দশমিনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম ফোরকান মিয়া, এস এ টিভিব সাংবাদিক সঞ্চয় ব্যানার্জী রিপোর্টার্স ইউনিটির সদস্য আরিফুর রহমান ঝন্টু প্রমূখ। এ মর্মে দশমিনা নৌ পুলিশ ফাড়ীর ইন চার্জ এস আই সাইফুল ইসলাম এ প্রতিনিধিকে বলেন, অনেক বড় এলাকা । তবে যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা তৎপর আছি। আশা করি এবছরও শত ভাগ সফলতা অর্জনে সক্ষম হবো ইনশাআল্লাহ।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …