Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / দশমিনায় ইকোফিস বাংলাদেশের আয়োজনে এক মতবিনিময় সভা

দশমিনায় ইকোফিস বাংলাদেশের আয়োজনে এক মতবিনিময় সভা

মোঃ আরিফুর ররহমান ঝন্টু, দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর দশমিনা উপজেলায় গত ২৬ সেপ্টেম্বর রোজ বুধবার এ্যানহ্যান্সড ফিসারিজ (ইকোফিস বাংলাদেশ) এর আয়োজনে সকাল দশ টায় দশমিনা উপজেলা কৃষি অফিস মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসার মোঃ মাহাবুব আলম ঝান্টার সভাপতিত্বে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন, দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,শাখাওয়াত হোসেন শওকাত। অন্যান্য বিশেষ অতিথিরা হলেন, ইকোফিস প্রকল্পের রিসার্চ এ্যাসোসিয়েট মোঃ সরোয়ারী, কোডেক প্রধান কার্যালয় চট্টগ্রাম এর ফোকাল পার্সন শীতল কুমার নাথ,মনিটরিং স্পেশালিস্ট ওয়াল্ডফিস ডঃএবিএম মাহাফুজুল হক, দশমিনা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ফকরুজ্জামান বাদল,মহিলা ভাইসচেয়ারম্যান ডাঃ সামছুন্নাহার খান ডলি,দশমিনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড,ইকবাল মাহামুদ লিটন,চেয়ারম্যান আলীপুর ইউনিয়ন ইঞ্জিঃ বাদশা ফয়সাল,চেয়ারম্যান বহরমপুর ইউপি মোঃ আনোয়ার হোসেন মৃধা,চেয়ারম্যান বাঁশবাড়ীয়া ইউপি মোঃ আলতাফ হোসেন আকন,চেয়ারম্যান রনোগোপালদী ইউপি এটিএম নাসির উদ্দীন,দশমিনা থানা প্রতিনিধি এস আই সাইফুল ইসলাম,দশমিনা হাজীরহাট নৌপুলিশ ফাঁরী ইন চার্জ এসআই সাইফুল ইসলাম ,সভাপতি প্রেস ক্লাব রিপন কর্মকার,সভাপতি দশমিনা রিপোর্টার্স ইউনিটি ফয়েজ আহমেদ,হাফেজ মওঃ ইব্রাহীম খলিল পেষ ঈমাম দশমিনা কেন্দ্রিয় জামে মসজিদ প্রমূখ।সভায় বক্তারা দশমিনার বুড়া গৌরাঙ্গ ও তেতুলিয়া নদীতে আগামী ০৭ অক্টবর থেকে ২৮ অক্টোবর তারিখ পর্যন্ত * মা * ইলিশ রক্ষার্থে সকলকে সম্মিলিত ভাবে সহায়তা করার লক্ষ্যে একাত্বতা হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …