এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা :
বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় তালা হাসপাতালের চরম অব্যবস্থাপনায় ডাক্তার ও ঔষধ সংকটের বিষয়ে সংবাদ প্রকাশ করার পর অবশেষে টনক নড়েছে কতৃপক্ষের ।
প্রকাশ, প্রায় তিন বছর ধরে তালার ৪ লক্ষ মানুষের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ জনগন । তালার ৫০ শয্যা হাসপাতালে ৩৪ জন ডাক্তার বরাদ্ধ থাকলেও বাস্তবে কর্মরত রয়েছে ২ জন, প্রশাসনিক দায়িক্তে রয়েছে উপজেলা স¦াস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ১ জন, ডেপুটেশন ১জন। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শতশত রুগী এসে চিকিৎসা সেবা না পেয়ে বাধ্য হচ্ছে স্থানীয় ক্লিনিকে, সাতক্ষীরা সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে । তালা হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রাজীব সরদার ও ডা.মো: শাহারুল ইসলাম ২৪ ঘন্টা দায়িত্ব পালন করতে গিয়ে ডাক্তারা অসুস্থ্য হয়ে পড়ছেন ।এই বিষয়ে সংবাদ প্রকাশ হওয়ায় স্বাস্থ্য মন্ত্রনালয় ও দুদকের প্রতিনিধি হিসাবে ৯ জুলাই যশোর সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দেবনাথ ও এর আগে গত ১ জুলাই সাতক্ষীরা সিভিল সার্জন ডা. তাওহিদুর রহমান, সর্বশেষ ৫ আগষ্ট সাতক্ষীরা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হোসেন পত্রিকার কাটিং নিয়ে সরেজমিনে তদন্তে আসেন। তদন্তে পত্রিকার প্রকাশিত সংবাদের সত্যতা ও এ অচল অবস্থার প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রনালয়ে প্রেরণ সহ তালা হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য দ্রুত ডাক্তার বরাদ্দের সুপারিশ করার আশ্বাস প্রদান করেন।
তদন্তশেষে স্থানীয় সাংবাদিকদের এলাকার এই জনগুরত্বপুর্ণ সংবাদ প্রত্রিকায় প্রকাশ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন