Breaking News
Home / সারাদেশ / খুলনা / সাতক্ষীরা / তালায় ৪৮তম সমবায় দিবস উদযাপন

তালায় ৪৮তম সমবায় দিবস উদযাপন

এসএম হাসান আলী বাচ্চু,তালা(সাতক্ষীরা) সংবাদদাতা
তালায়”বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন ”শ্লোগানকে সামনে রেখে ৪৮ তম জাতীয় সমবায় দিবস-১৯ উদযাপন হয়েছে। গতকাল(শনিবার)স্থানীয় প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে বর্ণাঢ্য সমবায় র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে উপ-শহর প্রদক্ষিণ শেষে তালা শিল্পকলা একাডেমীর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার রফিকুল ইসলাম।
উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক অজয় কুমার ঘোষের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শীদা পারভীন পাঁপড়ী,তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান,সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, আইডিয়াল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি ইন্দ্রোজিৎ দাশ বাপ্পী, কপোতাক্ষ মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি মো.শামছুল হক প্রমুখ।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …