এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা:
তালায় শ্রী কৃষ্ণের জম্মাষ্টমীর ৫৩৪৪তম শোভাযাত্রা কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপুর্ণ ভাবে পালিত হয়েছে শোভাযাত্রাটি তালা গোপালপুর হইতে মোবারকপুর ও মোবারকপুর হইতে গোপালপুর দীর্ঘ ৬ কিলোমিটার পরিক্রমণ করে । শোভাযাত্রায় অংশগ্রহন করেন এ্যাডঃ মুস্তফা লুৎফুল্ল্যাহ এম পি,সাবেক এমপি ইজ্ঞি: মুজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন,তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল,অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম, তালা উপজেলা জাপার সভাপতি সাংবাদিক এস, এম, নজরুল ইসলাম, মাগুরা ইউ,পি চেয়ারম্যান বাবু গনেষ কুমার, ইসলামকাটী ইউপি চেয়ারম্যান বাবু সুভাষ সেন, শিক্ষক শ্যামল চৌধুরী, জগন্নাথ মন্দিরের সভাপতি উদয়সাধু সহ এলাকার শতশত নারী পুরুষ শোভাযাত্রায় অংশ নেয়।
