Breaking News
Home / সারাদেশ / খুলনা / সাতক্ষীরা / তালায় বিশ্বজনসংখ্যা দিবস উদযাপিত

তালায় বিশ্বজনসংখ্যা দিবস উদযাপিত

এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা :
তালায় বিশ্বজনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষ্যে গতকাল তালা উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয় । র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মোঃ ইকতিয়ার হোসেন, পরিবার পরিকল্পনার কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান,জেলা পরিষদের সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, ডাঃ আবুল বাসার ,ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
অপরদিকে ২০১৭-১৮ অর্থ বছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্য্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য উপজেলা ও জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার ১১নং জালালপুর ইউনিয়ন পরিষদ। উপজেলা শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের প্রশংসাপ্রত্র ও পুরস্কার জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার ।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …