Breaking News
Home / সারাদেশ / খুলনা / সাতক্ষীরা / তালায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

তালায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা :
“স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা তালায় জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন, পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীনের সভাপত্বিতে সহকারী মৎস্য অফিসার নির্মল কুমার ঘোষের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ হাদীউজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান ,খলিলনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাস পরিচালক শেখ ইমান আলী প্রমুখ।
আলোচনা শেষে মৎস্য খাতের ৪টি বিভাগের সফলতা অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রসময় মৎস্যজীবীদের মাঝে কার্ড বিতরণ করা হয়।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …