এসএম হাসান আলী বাচ্চু, তালা (সাতক্ষীরা) সংবাদদাতা:
সাতক্ষীরার তালায় গভীর রাতে বোম বিস্ফোরনের ঘটনা ঘটেছে। স্থানীয়সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার গভীর রাতে তালার ইসলামকাটী ইউনিয়নের ট্যামসাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমের পিছনে হঠাৎ করে বোমা বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায় । তাৎক্ষণিক তালা থানায় খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে ১৬ জালের গেটে ,বারুদ,পলিথিন সহ বোমার অংশবিশেষ উদ্ধার করে । বোমা বিস্ফোরনের বিকট শব্দে এলাকাবাসী আতংকগ্রস্থ হয়ে পড়েছে। এলাকাবাসী জানান,আমাদেরকে আতংকগ্রস্ত করা বা ভয়ভীতি প্রদর্শনের জন্য কিছু দুষ্কৃতিকারীরা এ ঘটনা ঘটিয়েছে ।
তালা থানা অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী রাসেল জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্ঠা চলছে।