Breaking News
Home / সারাদেশ / খুলনা / সাতক্ষীরা / তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মরফতি ফকির সাহেবের ২৬ তম মৃত্যু দিবস পালিত

তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মরফতি ফকির সাহেবের ২৬ তম মৃত্যু দিবস পালিত

এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা :
তালায় আধ্যাত্মিক সাধক এজাহার আলী মরফতি ফকিরের ২৬তম মৃত্যু দিবস পালিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষ্যে শিবপুর তাঁর নিজভবনে তালা প্রেসক্লাব, উপজেলা জতীয় পার্টির সভাপতি,সাবেক চেয়ারম্যান সাধকের একমাত্র পুত্র সাংবাদিক এসএম নজরুল ইসলাম সভাপত্বিতে মরহুম সাধকের আত্মার শান্তি মাগফেরাত কামনায় কুরআনখানী, মিলাদ মাহফিল ,আলোচনা সভা ও দোয়া অনুষ্টান অনুষ্ঠিত হয় । অনুষ্টানে বক্তারা বলেন তিঁনি ১৯৯২ সালে ২০ শে সেপ্টেম্বর ৭৮ বৎসর বয়েসে তালা সদর ইউনিয়নের শিবপুর গ্রামে নিজ বসত বাড়ীতে দেহত্যাগ করেন। তিনি ছিলেন অসম্প্রদায়িক চেতনায় মানব ধর্মশ্রেষ্টধর্মে বিশ্বাসী। সমাজ পরিবর্তনের জন্য ইসলাম ধর্ম, সনাতন ধর্ম,সাধু দরবেশদের সমন্নয়ে ৪ তরিকার সকল সাধকদের একতাবদ্ধ করে তিনি জীবদ্দশায় ৬০ তম ৪ দিনব্যাপী ধর্মীয় সম্মেলন শেষে দেহত্যাগ করেন। তার দেহত্যাগের পরে পরিবারের পক্ষথেকে চলমান রয়েছে।বর্তমান ৮৬ তম চার দিনব্যাপী ওরশ সরিফ পালিত হয়েছে । অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসাবে অংশ গ্রহন করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল আলীম, শিক্ষক সৈয়দ মমিনুল ইসলাম,এ্যাডঃ কবির আহমেদ, শিক্ষক আব্দুস সাত্তার, শিক্ষক শিবুপদ দত্ত, ডাঃ সৈয়দ আব্দুল্লাহেল মনজু, জাতীয় পার্টির নেতা মোঃ আবুল বাশার,মরহুমের পৌত্র জাতীয়ছাত্র সমাজের সাতক্ষীরা জেলা সাধারন সম্পাদক এস, এম, আকরামুল ইসলাম সহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …