Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / ঢাবি সাংবাদিক সমিতির সভাপতিকে গলাচিপায় নাগরিক সংবর্ধনা

ঢাবি সাংবাদিক সমিতির সভাপতিকে গলাচিপায় নাগরিক সংবর্ধনা

নিয়ামুর রশিদ শিহাব, বিশেষ প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় গলাচিপার কৃতি সন্তান রায়হানুল ইসলাম আবিরকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার শেষ বেলায় গলাচিপা সরকারি কলেজ মিলনায়তনে নাগরিক সমাজের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ ফোরকান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী- ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমার দে, সহ সভাপতি মুজিবুর রহমান, আওয়ামীগ নেতা সর্দার মোঃ শাহ আলম, মোঃ মেহেদী মাসুদ জুয়েল, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি ও প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত মলয় প্রমুখ।
এ সময় ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আবির বলেন, আমি আনন্দিত নিজে এলাকার মানুষের সামনে কিছু বলতে পেরে এবং সম্মাননা পেয়ে। ভবিষ্যতে সুযোগ পেলে গলাচিপার সেবায় নিয়োজিত হবো।
উপজেলা চেয়ারম্যান শাহিন শাহ বলেন, আবির মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন কলম সৈনিক। এলাকার সন্তান ও সাংবাদিক নেতা হিসেবে নিজ এলাকার সেবায় নিয়োজিত হবেন সে প্রত্যাশা রইলো।
প্রধান অতিথির বক্তব্যে এস এম শাহজাদা বলেন, গলাচিপার কৃতি সন্তান রায়হানুল ইসলাম আবিরের সাফল্যে আমরা আনন্দিত। সে আমাদের অর্জন। তরুন সাংবাদিকদের পথিকৃত সংগঠনের নেতৃত্ব আমাদের এলাকার সন্তান এটা আমাদের জন্য গর্বের বিষয়। আগামী দিনেও সে বস্তুনিষ্ঠতা বজায় রেখে সাংবাদিকতা করবেন এবং গলাচিপার উন্নয়নে কাজ করবেন।
এসময় বক্তারা গলাচিপার উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ, বিভিন্ন অঙ্গসংগঠন ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …