Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / জেলা প্রশাসকের গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন

জেলা প্রশাসকের গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান গত মঙ্গলবার অপরাহ্নে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ পরিদর্শন করেন। শ্রেণীকক্ষ পরিদর্শন কালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন যাচাই এবং শিক্ষার্থীদের সাথে বিভিন্ন শিক্ষা মূলক বিষয় নিয়ে প্রশ্ন করেন। জেলা প্রশাসক পটুয়াখালী জেলার ভৌগলিক ও জেলা-উপজেলা নিয়ে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসাবাদ করলে কোন শিক্ষার্থীরাই যথাযথ কোন উত্তর দিতে না পারায় অত্যন্ত বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে প্রধান শিক্ষক সহ শিক্ষকদের বলেন, গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়টি শিক্ষার মান এতটা নিম্ন পর্যায়ে যাহা কোন অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তিনি প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দিনকে স্থানীয় নানাবিধ বিষয়ে এবং জেলার সার্বিক ভৌগলিক ও আঞ্চলিক বিষয় সমূহ শিক্ষার্থীদেরকে শিখানোর উপরে নির্দেশ প্রদান করেন। পরে তিনি উপজেলা নির্বাহী অফিসার জনাব তৌছিফ আহমেদকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে শিক্ষার মান এবং শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা দেখার জন্য অনুরোধ করেন। জেলা প্রশাসক স্কুল পরিদর্শনের পরে গলাচিপা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফাকে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন। পরিদর্শনকালে পটুয়াখালী জেলা প্রশাসনের ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপার সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিস ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …