Breaking News
Home / আইন ও আদালত / গাইবান্ধায় কুখ্যাত ডাকাত এনামুল হক কে গ্রেফতার করেছে র‍্যাব- ১৩

গাইবান্ধায় কুখ্যাত ডাকাত এনামুল হক কে গ্রেফতার করেছে র‍্যাব- ১৩

আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা সদর এলাকা হতে কুখ্যাত ডাকাত এনামুল হককে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। র‍্যাব ১৩ এর ধারাবাহিক অভিযানে র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল গােপন সংবাদের ভিত্তিতে আজ ২৪ শে নভেম্বর শনিবার সকাল সাড়ে এগারোটায় গাইবান্ধা জেলার সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত এনামুল হক কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত এনামুল হক সদর উপজেলা দক্ষিণ হরিণ সিংহা গ্রামের মৃত নরুল হকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে এখবর নিশ্চিত করে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের এ এস পি হাবিবুর রহমান জানান, গ্রেফতারকৃত ডাকাত এনামুল হকের বিরুদ্ধে চট্টগ্রাম চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতের জিআর মামলা নং ৩৫২/২০১৭, চট্টগ্রাম কোতয়ালী থানার মামলা নং ৩৬ (৫) ২০১৭ ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড বিচারাধীন আছে । দীর্ঘদিন ধরেই সে পলাতক ছিল । গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …