Breaking News
Home / আইন ও আদালত / গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে মানববন্ধন

গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক পরিবহন আইন সংশোধনের দাবীতে মানববন্ধন

আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
সারাদেশের অংশ হিসেবে শ্রমিকদের স্বার্থবিরোধী সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনের দাবীতে গাইবান্ধার পলাশবাড়ীতে এক মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শ্রমিক আইন বাতিলের দাবিতে এক বিক্ষোভ মিছিল সংগঠন কার্যালয় থেকে বের হয়ে স্থানীয় চৌমাথা মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়। বগুড়া-রংপুর মহাসড়কে ২০মিনিট ব্যাপী মানববন্ধন শেষে সংগঠনের সভাপতি আব্দুস সোবহান মন্ডলের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লব, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান ডিপটি ও সুরুজ হক লিটন প্রমুখ। এসময় সংগঠনের অন্যান্য সদস্য ছাড়াও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …