Breaking News
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধা / গাইবান্ধাবাসীর পাশে সব সময় থাকার অঙ্গিকার করলেন-মাহবুব আরা বেগম গিনি এমপি

গাইবান্ধাবাসীর পাশে সব সময় থাকার অঙ্গিকার করলেন-মাহবুব আরা বেগম গিনি এমপি

আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
এ অঞ্চলের উন্নয়নে ও গাইবান্ধাবাসীর যে কোনো প্রয়োজনে আপনাদের জন্য আমার দুয়ার খোলা, আমি সব সময়ই আপনাদের পাশে আছি।’ তৃণমূলের দলীয় নেতাকর্মীদের কাছে এ অঙ্গীকার করলেন গাইবান্ধা-২ (সদর) আসনে বিপুল ভোটে তৃতীয়বারের মতো নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও গত দশম জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
আজ ৬ জানুয়ারী রোববার গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সাথে এ মতবিনিময় সভায় মাহাবুব আরা বেগম গিনি এমপি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ অঙ্গিকার করেন

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুণ বাবলু ও অ্যাড. সিদ্দিকুল ইসলাম রিপু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল ও রণজিৎ বকসী সূর্য, সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু ও পিয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক আমিনুরজামান রিংকু, গাইবান্ধা পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব,জেলা শ্রমিক লীগের সভাপতি খায়রুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …