জসিম উদ্দিন,গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপা উপজেলার খেয়াঘাটে সরকারি জায়গা অবৈধ ভাবে দখলের হিড়িক পড়েছে। অবৈধ ভাবে দোকান ঘর নির্মান করে দাপটের সাথে ব্যবসা চালিয়ে যাচ্ছে মর্মে অভিযোগ উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে। এই অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে মনে করছেন এলাকার অভিজ্ঞ মহল। তেমনি অসাধু ব্যবসায়ীরা খেয়াঘাটের সরকারি জায়গা দখল করে ঘর নির্মান করে পুষিয়ে নিচ্ছে প্রতিদিন আয় করে হাজার হাজার টাকা। সরজমিনে ঘুরে দেখা গেছে, দীর্ঘ দিন যাবৎ কিছু অসাধু লোকজন এই কাজ টি করে আসছে । এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সুহৃদ সালেহীন জানান, খুব দ্রুত উচ্ছেদ করে দেওয়া হবে।
