Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / গলাচিপায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের মত বিনিময় সভা

গলাচিপায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের মত বিনিময় সভা

নিয়ামুর রশিদ শিহাব, বিশেষ প্রতিনিধি
বুধবার গলাচিপা থানার উদ্দ্যোগে কালারাজা সিনিয়র মাদ্রাসায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার মাদ্রাসার হল রুমে মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্য বিবাহ, মাদক ও সামাজিক অপরাধ স্বাভাবিক রাখার স্বার্থে এবং আইন শৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আখতার মোর্শেদ। অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মো. মিজানুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক ও সাংবাদিক নাসির উদ্দিন, ইউপি সদস্য রফিকুল ইসলাম, গভর্নিংবডির সদস্য হাবিব গাজী, শিক্ষক মাওলানা সোলায়মান প্রমুখ।এছাড়া কমিউনিটি পুলিশিং ফোরামের সঙ্গে শিক্ষক, গভর্ণিংবডির সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আখতার মোর্শেদ সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আগামী প্রজন্মের উন্নত জীবন গড়ার লক্ষ্যে সমাজের নানাবিধ অপরাধ, ইভটিজিং, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা ও সচেতনতার জন্য স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের সজাগ থাকার আহ্বান জানান। তিনি সব ধরণের অপরাধের বিষয়ে গলাচিপা থানা পুলিশ প্রশাসনের পাশে আছে বলে জানান।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …