নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
গলাচিপা উপজেলার জনবহুল একটি জায়গা। এ উপজেলায় জনসংখ্যা দেখলে যে কেউ বিস্মিত হয়ে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও অনেক। অথচ এত জনবহুল একটি এলাকায় বিনোদনের কোনো ব্যবস্থা নেই। শিশুদের বিনোদনের জন্য নেই কোনো শিশু পার্ক। এ ব্যাপারে কারও কোনো উদ্যোগ লক্ষ করা যায় না। গলাচিপায় বিনোদনের জন্য একটি শিশুপার্ক কিংবা বিনোদন পার্ক অত্যন্ত জরুরি।
গলাচিপায় ‘উপজেলা চত্বরে’ একটি শিশু পার্ক ছিল। সেখানে শিশুসহ সব শ্রেণির মানুষ প্রতিনিয়ত আসত প্রকৃতির সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে। সিডরের পরে সেখানে বাংলাদেশ তুরুষ্ক ফ্রেন্ডশিপ স্কুল নির্মান করা হয়েছে । অনেক বছর হয়ে গেলেও নতুন পার্কের ব্যবস্থা এখনো করা হয়নি। পার্ক না থাকার কারণে শিশুরা বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। সপ্তাহের একটি ছুটির দিনেও তাদের বেড়ানোর কোনো জায়গা নেই। ফলে শিশুদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। অচিরেই একটি নতুন শিশু পার্ক নির্মিত হোক, গলাচিপাবাসীর দাবি।