Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / গলাচিপায় যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গলাচিপায় যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জসিম উদ্দিন আহম্মেদ, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনির হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা ও র‌্যালীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যায়ের সামনের পৌর মঞ্চ চত্বরে গলাচিপা উপজেলা যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি মু. আলমগীর হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। আলোচনা সভা শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এক বিশাল র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় উক্ত স্থানে এসে শেষ হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ১ টি পৌরসভা ও ১২ টি ইউনিয়ন থেকে আসা যুবলীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক বৃন্দ প্রমুখ।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …