মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী।
পটুয়াখালীর গলাচিপায় মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী উপলক্ষে বুধবার বিকেল চারটায় গলাচিপা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় টুর্নামেন্টের উদ্বোধন করেন পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)
উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র আহসানুল হক তুহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. শাহীন শাহ, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের
সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, সহ- সভাপতি হাজী মজিবুর রহমান প্যাদা প্রমুখ।
উল্লেক্ষ্য এ টুর্নামেন্টে মোট আটটি দল অংশ গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। উদ্বোধনী খেলায় কলেজপাড়া একাদশ বনাম একতা ক্লাব একাদশ ক্রীয়া চক্র দল অংশ গ্রহন করে।