Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / গলাচিপায় মৃৎশিল্প প্রায় বিলুপ্তির পথে

গলাচিপায় মৃৎশিল্প প্রায় বিলুপ্তির পথে

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
এই আধুনিক সভ্যতার যুগে প্রযুক্তির উৎকর্ষে মৃৎশিল্পের স্থান প্লাষ্টিক ও অ্যলোমুনিয়াম, লোহা, তামা কাশা সহ স্টিলের ধাতব পদার্থ তৈরি হওয়ায় তা মৃৎ মাটির তৈরি গৃহস্থালি তৈজসপত্রের চেয়ে শত গুণ টেকসই হওয়ায় লোকজন মৃৎ শিল্প বিমুখ হওয়ায় গলাচিপা উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুলি থেকে দিন দিন মৃৎ শিল্প বিলুপ্ত হয়ে যাচ্ছে।যদিও মৃৎ শিল্প ব্যবহার কারীরা জানান, মাটির তৈরি হাড়ি, পাতিল, থালা বাসন গ্লাস, কলস পিঠার সাজ, সাড়া, ঢাকনা, ফুলের টপ, ফুলদানি, ছাইদানি, ধন কিংবা গুর রাখার বড় পাত্র সহ গৃহস্থালি কাজে ব্যবহারিত নানা প্রকার তৈজসপত্র ওজনে ভারী, টেকসই না হওয়া ও সহজে এক স্থান হতে অন্য স্থানে সহজে পরিবহন না করতে পাড়ায় গলাচিপা সহর থেকে গ্রাম গুলো হতে দিন দিন মৃৎ শিল্পের ব্যবহার কমে যাচ্ছে। মৃৎ শিল্প ব্যবহার কারীরা এখন বাহারি রংয়ের এবং টেকসই প্লাস্টিক ও অ্যলোমুনিয়াম টিন কিংবা স্টিলের তৈর, হাড়ি, পাতিল, কলস, থালা বাসন, পানি খাওয়ার জন্য জগ সহ নানা ধরনের তৈজসপত্র উন্নত ও আধুনিক মান সম্পন্ন হওয়ায় লোক জন এ সব তৈজসপত্রের দিকে ঝুঁকে পারায় মৃৎ শিল্পের কদর কমতে থাকায় এ উপজেলা থেকে এই শিল্প হারিয়ে যেতে বসে। এ বিষয় গলাচিপা উপজেলার শ্যাম সুন্দর পাল (মনু) জানান, এখন আর আগের মত মৃৎ শিল্পে ব্যবহারের এঁটেল মাটি পাওয়া যায়না। তা ছাড়া মৃৎ শিল্পী শ্রমিকদের অধিক পারিশ্রমিক সহ জ্বালানি খরচ বেশি হওয়ায় মৃৎ শিল্প তৈরি হতে বাজারজাত করন পর্যন্ত প্রতিটি মৃৎ শিল্পের পিছনে যে ব্যায় হয় তা বিক্রির পর অনেক সময় লাভের পরিবর্তে লোকসানে পরতে হয়। এ কারনে জীবন ও জীবিকার তাগিদে অনেকেই এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে। গলাচিপা উপজেলায় মৃৎ শিল্পের ৫/৭ টি দোকান ছিলো অনেকটাই কালের বিবর্তনে হারিয়ে গেছে। মনু পাল আরো জানান, গলাচিপা এখন আমার এই একটি দোকানই আছে এখানে সব রকমের মাটির পাত্র পাওয়া যায় তাই পুরো গলাচিপায় এটা মাটির ঘর হিসেবে পরিচিত। এ বিষয় গলাচিপা উপজেলা সাস্থ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, মাটির তৈরী কৃত হাড়ি পাতিলে রান্না করে খেলে রোগ বালাই তুলনা মূলক ভাবে কম হবে। মাটির পাত্রে রান্না করা ভাত/ তরকারির স্বাদ আলাদা। তাই রান্না ভাত ও তরকারির আসল স্বাদ ও ঘ্রাণ পেতে আমাদের প্রত্যেকের মাটির তৈরি হাড়ি পাতিল ব্যাবহার করা দরকার।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …