সঞ্জিব দাস, গলাচিপা,(পটুয়াখালী) সংবাদদাতা
নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পটুয়াখালীর গলাচিপায় মাদকদ্রব্যের ব্যবহার ও অবৈধ্য পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় গলাচিপা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে এক র্যালী বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মস্তফা টিটো, উপজেলা সহকারী ভূমি (এ্যসিলেন্ট) মোঃ সুহৃদ সালেহীন, গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহিদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন ভূইয়া, গলাচিপা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোপাল সাহা, পানপট্টি ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, চরকাজলের ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামান রুবেল মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক সমির দেবনাথ সহ গলাচিপা ডিগ্রি কলেজ ও গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।
