Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / গলাচিপায় মহান মে দিবস পালিত

গলাচিপায় মহান মে দিবস পালিত

সঞ্জিব দাস, গলাচিপা, (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন এলাহী’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মু. নুরুল ইসলাম ধলা’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপি। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও এমপি মহোদয়ের সহধর্মীনী মিসেস সেলিনা হোসাইন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুজ্জামান লিকন, ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য মু. আরিফুর রহমান টিটু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মু. মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, দপ্তর সম্পাদক মু. নাসির উদ্দিন হাওলাদার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আ স ম জাওয়াদ সুজন, মহিলা বিষয়ক সম্পাদিকা ও জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান আসমা, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মোঃ ইউসুফ গাজী, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ খালিদুল ইসলাম স্বপন, পৌর আওয়ামী লীগের সদস্য সচিব ওয়ানা মার্জিয়া নিতু প্রমুখ। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …