Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / গলাচিপায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারন অবৈধ ম্যনেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন বিক্ষোভ

গলাচিপায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারন অবৈধ ম্যনেজিং কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন বিক্ষোভ

জসিম উদ্দিন, স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে প্রতিষ্ঠনের অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতা অপব্যবহার, সহকর্মী ও অভিভাবকদের সাথে অসদাচারনের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ওই বিদ্যালয় সংলগ্ন সড়কে সকাল ১০টায় ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে তাকে অবিলম্বে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অপসারন করে প্রধান শিক্ষক নিয়োগ ও পকেট ম্যানেজিং কমিটি বাতিল করে নতুন ম্যানেজিং কমিটি গঠন, বিদ্যালয়ের অর্থ আত্মসাতের আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে বক্তব্য রাখেন, ওই বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. আলমগীর হোসেন, বেল্লাল হাওলাদার, মোশারেফ হোসেন প্রমুখ। অভিভাবক বক্তারা তাদের বক্তব্যে অভিযোগ করেন, গত ০২ জানুয়ারি ২০১৭ তারিখে শিক্ষক মিজানুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পেয়ে নাানা দুর্নীতি করেও ক্ষমতার দাপট দেখিয়ে বেড়ান। নিয়মিত কমিটির সকল সদস্যকে কুট কৌশলে পদত্যাগে বাধ্য করেন। শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনগণের অগোচরে ভোটার তালিকা ও তফছিল প্রনয়ন না করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান তার ছোট ভাই মো. কালাম শরীফকে গত ২৪ সেপ্টেমবর ২০১৮ তারিখ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি করে একটি পকেট কমিটি গঠন করেন। ভাই সভাপতি হওয়ার পর আর্থিক কর্মকান্ডের জন্য কারো কাছে জবাবদিহিতা না থাকায় ওই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাত্র-ছাত্রী ভর্তি, স্কুল পরীক্ষা, বোর্ড পরীক্ষা, নিবন্ধন, ফরম পূরণ, সনদ বিতরণ, প্রশংসা পত্র বিতরণের টাকা কোন রশিদ প্রদান না করে নিজেই নগদ টাকা গ্রহণ করেন। বিভিন্ন বই প্রকাশনির কাছ থেকে টাকা নিয়ে নির্দিষ্ট বই পড়তে শিক্ষার্থীদের বাধ্য করেন বলে ছাত্রছাত্রীদের অভিযোগ রয়েছে। শিক্ষক মিজানুর রহমান তার বিরুদ্ধে আনীত সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …