Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / গলাচিপায় নির্বাচনী উত্তাপে শীতের পিঠা খাওয়ার ধুম

গলাচিপায় নির্বাচনী উত্তাপে শীতের পিঠা খাওয়ার ধুম

জসিম উদ্দিন, ষ্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপায় নির্বাচনী উত্তাপে শীতের পিঠা খাওয়ার ধুম পড়েছে। শীতের আমেজে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা ভাঁপা, পুলি, কুলসী পুলি, চিতাই, দুধ চিতাই, দুধপুলি, ক্ষীরপুলি,নারিকেল পুলি, পাটিসাপটা অন্যতম। কালের আবর্তে এসব পিঠা হারিয়ে যেতে বসলেও শীতের সকাল সন্ধ্যায় গলাচিপা পৌরসভায় বিভিন্ন জনবহুল মোড়, হাট-বাজার, পথ-ঘাট ও গ্রাম-গঞ্জের বিভিন্ন স্থানে বসে অস্থায়ী পিঠার দোকান। শিক্ষার্থী ও শিক্ষক ধনী-গরিব, কুলি-মজুরসহ নানা শ্রেনীর পেশার মানুষের পদচারনায় মুখরিত হয়ে ওঠে এসব পিঠার দোকান। এছাড়া বিভিন্ন এলাকায় সকাল কিংবা সন্ধ্যার পর বিভিন্ন মার্কার নির্বাচনী প্রচারনায় পিঠা খাওয়া যেন কাজের গতি বাড়ায়।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …