Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / গলাচিপায় নারী ও কন্যা শিশুকে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত

গলাচিপায় নারী ও কন্যা শিশুকে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সভা অনুষ্ঠিত

নিয়ামুর রশিদ শিহাব, বিশেষ প্রতিনিধি
গলাচিপায় নারী ও কন্যা শিশুকে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে উপজেলা পরিষদ দরবার হলে প্রশাসনের উদ্যোগে দ্যা অ্যাম্বাসী অব নেদারল্যান্ডেস এর আর্থিক সহযোগিতায় ইউএনএফপিএ এর কারিগরি সহযোগিতায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) আস্থা প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। সভায় উপজেলার নির্বাহী অফিসার শাহ্ মো: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সামসুজ্জামান লিকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মতিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা। আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো: নজরুল ইসলাম ও সাংবাদিক খালিদ হোসেন মিলটন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সুশীলনের কেস ম্যানেজার সুলতা রাণী ও জেলা ফ্যাসিলেটেটর শামিউল আলম । অনুষ্ঠানে বিভিন্ দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জেন্ডার ভিত্তিক সহিংসতা নিরসনে প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছানোর লক্ষে সরকারের সেবাদানকারী প্রতিষ্ঠান, সহযোগী এন.জি.ও এবং বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠন প্রতিনিধিদের অংশীদারীত্বের ভিত্তিতে সমাজের অবহেলিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উপজেলা, ইউনিয়নে রেফারেল কমিটির সু-সমন্বয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বক্তারা জেন্ডার বেইজ ভায়োলেন্স সুরক্ষা উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …