নিয়ামুর রশিদ শিহাব, গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা :
গলাচিপা ২০১৮ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে মোসাঃ নাজমুন নাহার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। উপজেলা শিক্ষা কমিটি আনুষ্ঠানিকভাবে মোসাঃ নাজমুন নাহারকে শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে ঘোষণা করেন। মোসাঃ নাজমুন নাহার গলাচিপার হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ২০০৮ সাল থেকে তিনি শিক্ষিকতা পেশা শুরু করেন। এ প্রতিযোগিতায় উপজেলার ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ০৯টি ক্লাস্টারের ০৯ জনকে নির্বাচিত করে। এরপর এদেরকে নিয়ে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় মোসাঃ নাজমুন নাহার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হন। উল্লেখ্য- নাজমুন নাহার সাপোর্ট ইঞ্জিনীয়ার, গ্রামীন কমিউনিকেশান্স মোঃ ইউসুফ হোসেন আকনের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।
