Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / গলাচিপায় নব নির্বাচিত সাংসদ এর সাথে সরকারি কর্মকর্তাদের মত বিনিময়

গলাচিপায় নব নির্বাচিত সাংসদ এর সাথে সরকারি কর্মকর্তাদের মত বিনিময়

জসিম উদ্দিন, ষ্টাফ রিপোর্টার
গলাচিপা উপজেলা প্রশাসনের উদ্যোগে গলাচিপা-দশমিনা, পটুয়াখালী ৩ নির্বাচনী এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য তারুণ্যের অহংকার, আইটি ইঞ্জিনিয়ার এস.এম শাহজাদার সাথে গলাচিপা উপজেলার কর্মরত সকল সরকারি কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার গলাচিপা উপজেলা দরবার হলে সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: রফিকুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা-দশমিনার নির্বাচিত পটুয়াখালী ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এস.এম শাহজাদা। অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সরকারের প্রতিটি দপ্তরে সুশাসন ও গুড গভরনেন্স চালু করার জন্য এবং স্বচ্ছ, সুন্দর পুরাতন পদ্ধতিকে ভুলে গিয়ে নতুন দৃষ্টি ভঙ্গিতে প্রশাসনের সকল স্তরের ডিজিটালাইজেসন করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। তিনি মাধ্যমিক শিক্ষা স্তরে শিক্ষক নিয়োগ, অনিয়ম, দুর্নীতি ও পক্ষপাতিত্বের কারণে শিক্ষা বিভাগে যে অনৈতিক অব্যবস্থাপনা রয়েছে তা প্রতিকারের জন্য তিনি কঠোর ভাবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া তিনি বলেন, শিক্ষকরা হচ্ছে জাতি গঠনের শিক্ষার ইমাম। কোন অবস্থাতেই শিক্ষকের নৈতিকতা বোধ ও এডুকেশন সেক্টরে অনিয়ম কোন অবস্থাতেই মেনে নেওয়া হবে না। তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের এ ব্যাপারে দৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে আরও উপস্হিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মু: সামসুজ্জামান লিকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার ঘোষ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্ম-কর্তা-কর্মচারী বৃন্দ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …