Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / গলাচিপায় জাতীয় পাঠ্য পুস্তক উৎসব-২০১৯

গলাচিপায় জাতীয় পাঠ্য পুস্তক উৎসব-২০১৯

জসিম উদ্দিন, ষ্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সারা দেশের ন্যায় মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে জাতীয় পাঠ্যপুস্তক উৎসব-২০১৯ ইং অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বেলা ১১ টায় গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শামছুজ্জামান লিকন। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, গলাচিপা পৌর মেয়র মো. আহসানুল হক তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মতিউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মস্তফা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান, সভাপতি গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মো. গোলাম গাউস (নিপু) তালুকদার। পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় সঠিক ও সুযোগ্য উদ্যোগে কোমলমতি শিক্ষার্থীদের হাতে পহেলা জানুয়ারী জাতীয় পাঠ্যপুস্তক পৌছে দেওয়াই হল প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য। এর মাধ্যমে প্রমানিত হয় যে সরকার লেখাপড়ার জন্য কতটা গুরুত্ব দিয়ে থাকেন। গলাচিপা উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস তথ্যমতে জানা যায়, প্রাথমিক ২০০ টি শিক্ষা প্রতিষ্ঠানে ৪১ হাজার ৮ শত শিক্ষার্থীর মাঝে ১ লক্ষ ৮৬ হাজার ৩ শত ও মাধ্যমিক- মাদ্রাসায় ১৭৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ২০ হাজার ৫ শত ৮০ জন শিক্ষার্থীর মাঝে ৫ লক্ষ ২৭ হাজার ১ শত ৬০টি বই বিতরন করা হয় । এ সময় আরও উপস্হিত ছিলেন, গলাচিপা সহকারী কমিশনার ভূমি মো. সুরিদ সালেহীন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আবুল কালাম সাঈদ, গলাচিপা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হালিম মিয়া, গলাচিপা সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র- ছাত্রী এবং অভিবাবক বৃন্দ। এ ছাড়া বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক বৃন্দ উপস্হিত ছিলেন।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …