Breaking News
Home / সারাদেশ / বরিশাল / পটুয়াখালী / গলাচিপায় আনসার ও ভিডিপির নির্বাচনী ব্যাবস্থাপনা ব্রিফিং অনুষ্ঠিত

গলাচিপায় আনসার ও ভিডিপির নির্বাচনী ব্যাবস্থাপনা ব্রিফিং অনুষ্ঠিত

জসিম উদ্দিন, ষ্টাফ রিপোর্টার
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসনে নির্বাচনী দায়িত্ব পালন করার লক্ষ্যে নির্বাচনী ব্যবস্হাপনা “শান্তি- শৃঙ্খলা- উন্নয়ন- নিরাপত্তায় সর্বত্র আমরা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনসার – ভিডিপির ভূমিকা ও কর্তব্য শীর্ষক ব্রিফিং অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১২ টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত মো.জুয়েল রানা ও মো. ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মাহবুবুর রহমান, পটুয়াখালী জেলা পরিচালক ৩৪ আনসার ব্যাটালিয়ন গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড (অতিঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হাফিজুর রহমান। আরো উপস্থিত ছিলেন মো. হুমায়ুন কবির, ওসি তদন্ত গলাচিপা থানা। মো. চুন্নু মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার গলাচিপা উপজেলা। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের উপর যে দায়িত্ব রয়েছে তা সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। আপনারা প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের কমান্ড মেনে চলবেন। ৩১ শে ডিসেম্বর পর্যন্ত শান্তি শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এখানে উল্লেখ্য গলাচিপা উপজেলায় মোট ৭৮ টি ভোট কেন্দ্র রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ৮ জন পুরুষ ও ৪ জন মহিলা আনসার ও ভিডিপি মোতায়েন থাকবে। এ সময় মোট ৯৩৬ জন আনসার ও ভিডিপি উপস্থিত ছিলেন।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …