Breaking News
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধা / ক্যান্সারে আক্রান্ত অর্পনের পাশে দাড়ানোর আকুতি

ক্যান্সারে আক্রান্ত অর্পনের পাশে দাড়ানোর আকুতি

আল কাদরী কিবরীয়া সবুজ (গাইবান্ধা) সংবাদদাতা
পাঁচ বছর বয়সের ফুটফুটে শিশু অর্পনের শরীরে বাসা বেঁধেছে মরণব্যধি ক্যান্সার। ক্যান্সারে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে সে। তার পাগল প্রায় বাবা-মা চিকিৎসার জন্য সবাইকে এগিয়ে আসতে আকুতি জানিয়েছে। এ চিকিৎসা অধিক ব্যয়বহুল হওয়ায় অসহায় হয়ে পড়েছেন অর্পনের পিতামাতা। চিকিৎসা ব্যয় তাদের সামর্থের বাহিরে হওয়ায় মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে তাদের। গাইবান্ধার সাঘাটা উপজেলা বোনারপাড়া গ্রামের মাইদুল ইসলামের একমাত্র সন্তান অর্পন।

অর্পনের বাবা মাইদুল ইসলাম জানান, গত বছর ফেব্রুয়ারী মাসে রংপুর মেডিকেলে নেয়ার পর অর্পনের ব্লাড ক্যান্সার ধরা পড়ে। প্রথম অবস্থায় বাড়ির সহায় সম্পদ বিক্রি করে চিকিৎসা করেছেন। বর্তমানে ঢাকার ধানমন্ডিতে আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সে। অর্পনের চিকিৎসা খরচ বহন করার মতো সামর্থ্য তাদের নেই। এমন অসহায় অর্পনের পাশে মানবিক দৃষ্টিতে এগিয়ে এসে সাহায্যের আবেদন জানিয়েছেন তার বাবা। সহযোগিতা পাঠানোর ঠিকানা- অগ্রনী ব্যাংক বোনারপাড়া শাখার চলতি হিসাব নং ০২০০০১২৮২২৮৮২, ডাচ বাংলা ব্যাংক হিসাব নং- ১১০.১০৩.৮৭২৬৭।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …