রফিকুল ইসলাম, কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারী বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত ভবনের উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু ।
শনিবার বেলা ১২টায় অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান, ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম সিদ্দিক, ভেড়ামার সরকারী বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসনে আরা পারভীনসহ প্রশাসনের কর্তাব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।