Breaking News
Home / সারাদেশ / খুলনা / সাতক্ষীরা / একটু সাহায্য পেলে বাঁচতে পারে দেড় বছরের শিশু সুরাইয়া

একটু সাহায্য পেলে বাঁচতে পারে দেড় বছরের শিশু সুরাইয়া

এসএম হাসান আলী বাচ্চু,তালা (সাতক্ষীরা) সংবাদদাতা:
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,আপনার একটু সাহায্যে বাঁচতে পারে দেড় বছরের শিশু সুরাইয়া।
সাতক্ষীরার তালা উপজেলার জেঠুয়া গ্রামের হতদরিদ্র ভ্যান চালক মোঃ মহিদ সরদারের একমাত্র মেয়ে সুরাইয়া। সে দীর্ঘ ৬ মাস যাবৎ কিডনী ও হার্টের আসুখে ভুগছে। ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসক ডাঃ নাহরুমা জানিয়েছেন সুরাইয়ার হার্ট ছিদ্র এবং একটি কিডনী নষ্ট হয়ে গেছে। জরুরি ভিত্তিতে সুরাইয়াকে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন। সুরাইয়ার শারীরিক সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে।
টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। তার চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকার প্রয়োজন কিন্তু হতদরিদ্র ভ্যান চালক মোঃ মহিদ সরদারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় অসহায় হতদরিদ্র ভ্যান চালক মোঃ মহিদ সরদার মেয়ের সুচিকিৎসার জন্য সমাজের সকল বিত্তবান, হৃদয়বান ও দানশীল ব্যক্তির সাহায্য কামনা করেছেন ।
শিশু সুরাইয়ার চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ ও বিকাশ করুন এই মোবাইল নম্বরে- ০১৭৮৪-৬২৬২৭৯।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …