মোহাম্মদ মুনতাসীর মামুন
রাত পোহালেই গলাচিপা উপজেলা পরিষদ নির্বাচন। এরই মধ্যে ভোট গ্রহণের প্রস্তুতি শেষ করেছে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার। ইতিমধ্যে উপজেলার ৭৮টি কেন্দ্রে কেন্দ্র পৌঁছে দেওয়া হয়েছে ব্যালট পেপার, সিল, অমোচনীয় কালি ও ব্যালট বাক্সসহ যাবতীয় উপকরণ। আজ শনিবার সন্ধ্যার মধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইর্ডিং অফিসার এবং পুলিং অফিসারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। এদিকে নির্বাচন পূর্ব, নির্বাচন চলাকালীন ও পরবর্তী সময়ে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটতে পারে তাই র্যাব, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও আনসার দিয়ে ভোট কেন্দ্রসহ মোবাইল টিম, স্টাইকিং ফোর্স ও স্ট্যান্ডবাই বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও রয়েছে ভ্রাম্যমান আদালত। সার্বিকভাবে গলাচিপা উপজেলা নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২ হাজার ৯২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৭০ জন এবং নারী ভোটার এক লাখ ২ হাজার ২৫৫জন ভোটার তাদের ভোট প্রয়োগ করবেন।
