Breaking News
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধা / বৃদ্ধা আবেদা বেওয়ার পাশে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য আব্দুল্লাহেল কাফি মন্ডল

বৃদ্ধা আবেদা বেওয়ার পাশে কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সদস্য আব্দুল্লাহেল কাফি মন্ডল

আল কাদরী কিবরীয়া সবুজ, গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৮নং মনোহরপুর ইউনিয়নের ৬নং মনোহরপুর গ্রামের মৃত: সৈয়দ আলীর স্ত্রী আবেদা বেওয়া (৮৫) বয়সের ভারে নুয়ে পড়েছে এখনো ‘বয়স্কভাতা’ পাননি শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর দেখে তার পাশে গিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল্লাহেল কাফি মন্ডল। তিনি গতকাল ২৫ জানুয়ারি শুক্রবার বিকেলে ৬নং ওয়ার্ডের মনোহরপুর গ্রামে নিজে উপস্থিত হয়ে বয়সের ভারে নুয়ে পড়া বৃদ্ধ আবেদা বেওয়াকে ২৫ কেজি চাল, ১টি কম্বল ও কিছু নগদ টাকা সহযোগিতা প্রদান করেন এবং তার শারীরিক খোঁজখবর নেন। তাৎক্ষণিক তিনি আবেদা বেওয়ার পাশে থেকে অত্র ইউপি চেয়ারম্যানের নিকট মোবাইল ফোনে কথা বলে খুব তাড়াতাড়ি একটি বয়স্কভাতার কার্ড করে দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহনের আহবান জানান এবং চেয়ারম্যান মহোদয় দুই একদিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন , জাতীয় দৈনিক মুক্তমত ও দৈনিক মানবাধিকার পত্রিকার উপজেলা প্রতিনিধি আল কাদরী কিবরীয়া সবুজ, সিরাজুল ইসলাম ও মনোহরপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ।

Check Also

রাঙ্গাবালীতে করোনা ভাইরাস-জনসচেতনতায় লিফলেট বিতরণ

মাহামুদ হাসান, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় করোনা-ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট বিতরণ করা হয় …