নিয়ামুর রশিদ শিহাব, বিশেষ প্রতিনিধি
আজ ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’। প্রতি বছর ১০ অক্টোবর এই দিনটিকে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ হিসেবে পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি, ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।