জসিম উদ্দিন, ষ্টাফ রিপোর্টার
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নাসিমা বেগম (৪০) বাদী হয়ে ৬ জনকে আসামী করে গলাচিপা সিনিয়র বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামীরা হলেন ঃ ১। মোসাঃ মাহিনুর বেগম (৪৮) ২। মাসুম (২৭) ৩। মোসাঃ মুন্নী বেগম (২৩) ৪। ইমরান (২১) ৫। মোঃ খলিল মৃধা (৫৮) ৬। শানু মৃধা (৫৫) এদের বিরুদ্ধে মঙ্গলবার চাদনি হত্যার একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানাকে ইউডি মামলা সংযুক্ত করে আইগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। উলেখ্য- গলাচিপার গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল গ্রামে চাদনি (১৯) এক গৃহবধুর লাশ মঙ্গলবার সকালে উদ্ধার করেছে পুলিশ। গলাচিপা থানার এস.আই মোঃ ইব্রাহিম মোলা ও এলাকাবসী সূত্রে জানা গেছে, গত কয়েক বছর আগে গজালিয়া ইউনিয়নের ছত্তার সিকদারের মেয়ে চাদনীকে একই এলাকার সানু মৃধার ছেলে ইমরান মৃধার বিয়ে হয়। বিয়ের পর থেকেই চাদনী-ইমরানের দাম্পত্ত্য জীবনে কলহ চলে আসছিল। মঙ্গলবার পুলিশ খবর পেয়ে বেলা আড়াইটায় গজালিয়া ইউনিয়নের চরচন্দ্রাইল গ্রারে ইমরান মৃধার বাড়ির দোতলায় স্ত্রী চাদনীর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ মযণা তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে গলাচিপা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। পুলিশ জানায়, ময়না তদন্তের রিপোর্ট পেলেই স্পষ্ট হবে চাদনী আত্মহত্যা করেছে নাকি হত্যা করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য চাদনীর শাশুরি মাহিনুর বেগম কে আটক করা হয়েছে।
